profile image
by osman698
on 26/12/11
I like this button7 people like this
http://tinypaste.com/9b56bdd0
৩ বিধিমালা সংশোধনে এসইসির জনমত যাচাই


Wed, Dec 21st, 2011 6:53 pm BdST

Dial 2000 from your GP mobile for latest news
ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনটি বিধিমালার প্রস্তাবিত সংশোধনীর নিয়ে জনমত জানতে চেয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিধিমালা তিনটি হলো, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা ১৯৯৬, স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি বিধিমালা ২০০০ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইস্যু অব ক্যাপিটাল) রুলস ২০০১।

এসইসির ওয়েবসাইটে বিধিমালা তিনটির প্রস্তাবিত সংশোধনী দিয়ে জানানো হয়েছে, ৩ জানুয়ারি পর্যন্ত এ বিষয়ে মতামত দেওয়া যাবে।

এদিকে ১৯৯৬ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে।