profile image
by curibenham
on 31/7/12
I like this button5 people like this
তোমায় নিয়ে কবিতা লেখা যায় না
দেখা যায় না শেষ রাতের স্বপ্ন
শরতের ভোরে ফোটা শিউলি ফুল দিয়ে প্রিয়জনের জন্য মালা গাঁথে অনেকেই
সেই সব মালার একটি তো তোমায় দেয়া যায় না

তোমায় নিয়ে দেয়া যায় না কোন জ্বালাময়ি ভাষণ, বক্তৃতা
রাখা যায় না ডায়েরীর ভেতর কোন লাল গোলাপের পাপড়ি
যে পথ বহু আগে ভুলেছে নীলকণ্ঠ পাখি
সে পথ পাড়ি দিতে তোমায় যে নেয়া যায় না

তবুও তোমায় স্বপ্নের সারথি করেছি আমি
জড়িয়েছি নিজের সাথে তোমাকে
কিন্তু? হারিয়ে গেছে সূর্য আমার আকাশ থেকে
চন্দ্র নিয়েছে বিদায়
শুধু কালের দংশনে বিবর্ণ ভগ্ন কোন পুরাকীর্তির মতো
রয়ে গেছ তুমি

আর কত কাল, কত মুহূর্ত, কত প্রহর নিরব যন্ত্রণা দেবে তুমি আমায়
বলতে পারো?
আমি যে মানুষ, খড়ের পুতুল তো নই!
যাকে ঝলসে দেয়া যায় নিজের ইচ্ছেমত
আগুনের আঁচ লাগতেই যে জ্বলে উঠে দাউ দাউ করে

আমিও জ্বলেছি, জ্বালিয়েছ তুমি আমার বুকের ভেতরটাকে
আমার বুকে বারুদ ছিল না, তবুও জলেছে আগুন
দাবানলের মতো ছড়িয়েছে সবখানে, পুড়িয়েছে সব সুখ

নাহ! আর নয়, আর নয় এভাবে বেঁচে থাকা
বুক ভরে শ্বাস নিতে চাই আমি
দেখতে চাই খোলা আকাশের নীচে দাঁড়িয়ে মেঘের আনাগোনার খেলা
রাখাল ছেলে যেমন খেলা করে বৃষ্টির ফোঁটা হাতে নিয়ে
তেমনি করে খেলতে চাই আমিও
তুমি পাশে থাক, বা না থাক আমার আর কিছু এসে যায় না তাতে
জীবনের শুরুটা তো দিয়েছি তোমায়
শেষটা কেবল আমারই থাকবে
কোন অংশীদার থাকবে না জীবনের এই অংশে

কারও কথা ভেবে ব্যাকুল হব না আমি আর
দু চোখে জল আসবে না আর কারও জন্যে
কেউ জানবে না আমার এ কথা,
ইতিহাসের পাতায় ঠাই পাবে না এ কবিতা
শুধু তোমায় বলি, আমি যাচ্ছি তোমার কাছ থেকে অনেক দূরে
আমায় খুঁজবে না তুমি, জানি
তবুও, বলে যাই, বলে যেতে হয়

"বিদায়"
=========================